শিক্ষক দিবস, কবি - আনোয়ার হোসেন সিদ্দিকী

 


শিক্ষক দিবস 

আনোয়ার হোসেন সিদ্দিকী


শিক্ষক দিবসের দিনে শিক্ষক শিক্ষিকাগনকে সম্মান দিয়ে বলি 

আমার প্যানেল হয়েছে, শিক্ষক হতে পারিনি আমার জন্য প্যানেল দিবস।

আমি এক বলাকা-নেটে পাশ করেছি মাসের পর মাস ধরে আমার জীবন স্রোতে 

ভেসে যায়, কবে হবে ঠাঁই জানি না।

আমি এক অশিক্ষক।

শিক্ষকতা পরীক্ষা কত দিন আগে দিয়েছি মনে পড়ছে না।

আমি বিদ্যালয়ের আশেপাশে বসে থাকি।

ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকার গুনগুন আওয়াজ আমার কানে ভেসে আসে। 

কখনো বকুনি খাই।

'একটি মোরগের কাহিনীর' মতো যবনিকা আসবে না তো?

বেকারের যন্ত্রনা বেকাররা জানে।

ডঃ রাধাকৃষ্ণন এর মানসে, শিক্ষাবিদগনের মানসে শিক্ষা প্রানবন্ত হয়ে ছাত্র

শিক্ষক বন্ধন সুদৃঢ় হোক।

নৈতিক ও মানবিক শিক্ষা প্রসাবিত হোক।

শিক্ষা সর্বসাধারনের মধ্যে প্রস্ফুটিত হোক।

শিক্ষাঙ্গন হতে সৌরভ দেশের গৌরব হয়ে উঠুক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url