কবিতা - ন্যায়ের অধিকার, কবি - বাবুর আলি

 


ন্যায়ের অধিকার

বাবুর আলি


বৃষ্টি নিয়ে লিখছি যখন এলো মেঘ ঘিরে 

একের পর এক নিম্নচাপ উঠছে নাকি বেড়ে। 

দুই বাংলা জলের তলায় ভেঙেছে ঘর বাড়ি 

জলের তোড়ে ভেসে গেছে খাদ্য ,বস্ত্র শাড়ি।


জল ছেড়েছে জলাধার ডুবেছে চাষের জমি 

দোষা দোষী চলছে শুধু আসল কাজে কমি।

রাজ্যের এক বাঁধা বুলি ,দিল্লির সব দোষ 

ত্রাণের নামে লবোডঙ্কা, কেবল ফোঁস ফোঁস।


স্বেচ্ছাসেবকরা নেমেছে জলে ত্রাণ নিয়ে হাতে 

চিকিৎসকরা দুঃখ ভুলে মিলে সে তার সাথে। 

ডি,ভি,সির কর্মী বাবু দায়িত্ব ছেড়ে খালাস 

বরাদ্দ টাকা কাজ হয়নি, হোক না তত্ত্ব তালাস।


আঠারো মাস তীর্থ সেরে ঘরে ফিরেছে বাঘ

গরু কয়লা গুড় বাতাসা, লালে ভারী রাগ। 

ঘাটাল ,গোঘাট জলের তলায় ডুবল খানা কুল 

বাংলা জুড়ে অসন্তোষ, উঠবে না আর ফুল। 


সমাজ মানে নিজে বাঁচা বাঁচার সহযোগিতা 

বিভেদ করেছে মানুষ করেনি মান্ধাতা।

ন্যায় শাস্ত্র, সামাজিক ন্যায় প্রাচীন বোধোদয় 

ন্যায়ের অধিকার সাংবিধানিক, প্রহসন নয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url