কবিতা - এই শরতের বেলায়, কবি - শ্রাবণী ফেরদৌস (বাংলাদেশ)



এই শরতের বেলায় 

শ্রাবণী ফেরদৌস


আজ এই শরতের বেলায়,

এসো প্রিয় দু'জন মিলে করবো প্রেম মিতালি খেলা।

মেঘ গায়ে পরিয়ে দিবো, 

আসমানী রঙের শাড়ি। 


মেঘ আমার মনের রানি, 

কাছে আয়না প্রিয়া তকে ধরে একটু রাখি।

শরতের হাওয়ায় আজ মেঘ কন্যা ভীষণ খুশি, 

নদীর ধারে কাশফুল ফুটে আছে রাশি রাশি। 


মেঘ কন্যা তুমি আমায় একটু ভালোবাসা দিও,

আমায় ছেড়ে কোথাও তুমি হারিয়ে যেও নাগো।

তোমায় নিয়ে হাজার স্বপ্ন বুনি আমার মনে, 

তুমি আমার হৃদয়ের গহীনে থাকো মিশে।


বলো না মেঘ কন্যা  আমায় তুমি ভালোবাসা দিবে,

তোমার কথা মনে পড়েলে প্রাণ খুশি জাগে।

শরত কালে তোমার দেখা আমি পেয়েছি, 

তাই তো আমি তোমার প্রেমে পড়ে গেছি। 



No comments

Powered by Blogger.