Header Ads

কবিতা - দুরাশায় মন, কবি - হান্নান বিশ্বাস

 


     দুরাশায় মন 

   হান্নান বিশ্বাস 


কৃষ্ণ গহ্বরের মতোই 

নীলকণ্ঠী হয়ে বাতাসের স্রোতে

কাগজের নৌকায়

মাস্তুলের হাওয়াই গন্তব্যের দিকে 


আলোর সাথে খেলি 

আর ঢক ঢক করে উত্তাপ গিলি 


মনের আকাশে লাল জলপূর্ন 

দগদগে ফোস্কা পড়ে 


বরফ গলা জলের মতোই 

ঘুম ভাঙলে সকালে নিসৃত হয় 


চোরা বালির বিচ্ছেদের হুঙ্কারে 

শঙ্কিত মানবতাবাদী সত্য 


প্লাবনের জলে হঠাৎই ভেসে আসা হাঙর 

ঢেউ তুলে এগিয়ে আসে

ভয়ে আত্মগোপন তীর্থযাত্রীর। 


পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন অংশ

আলোকিত করতে 

অগণিত হাত মুষ্ঠিবদ্ধ নব নব আশায় 


সবটুকু আলোই কৃষ্ণ গহ্বরের 

ভরকেন্দ্রে শোষিত 

তবুও দিগন্তের দিকে দুরাশায় মন।

No comments

Powered by Blogger.