কবিতা - একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে, কবি - মতিয়ার রহমান
আঞ্চলিক ভাষার কবিতা
একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে
মতিয়ার রহমান
সত্যি বুলছি কিইরা কাটছি
ই দ্যাশটো ক্যামুন ব্যটে
মুনে হচে একজ্যাড়ানও
বুদ্ধি ন্যাইকো ঘটে।
বিহ্যান ব্যালায় সুটকি সানা থাকতো বাসি ভাতে
কখনও বা চুনি সানা যাওভাতে মাখে
হটর পটর কালাই ভাজা
পিঠা পুলি তিলের খাজা
কুনখ্যানে সব হারিন যেলো উসব দিন বটে
মুনে হচে একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে।
বিক্যাল হলেই কিরকেট খ্যালা হাই ইস্কুলের মাঠে
রাখাল পাখালদের ডাঙগুলিটো ভদদরলোকদের ব্যাটে বলে বটে
মুনে লাগচে একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে।
বোতাম দেয়া জামার ফাঁসে টাইটো গলায় বেঁধে
বইয়ের বোঝা পিঠে করি
গাধা কেনে সাজে
বাংলা ভাষাটোকে শিকায় তুলি ইংরাজিটো সবার আগে
মুনে হচে একজ্যাড়ানও বুদ্ধি ন্যাইকো ঘটে।
লেখক পরিচিতি:
মতিয়ার রহমান
জন্মদিন: ৪ ঠা জানুয়ারি
স্থায়ী আবাস: সহেলি
গ্রাম ও ডাক ঘর: কলহপুর
ভায়া: মুরারই
জেলা: বীরভূম
রাজ্য: পশ্চিমবঙ্গ, দেশ : ভারত।
মতিয়ার রহমান ময়ূরাক্ষী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক। নজরুল একাডেমী কবি তীর্থ চুরুলিয়ার আজীবন সদস্য। পশ্চিমবঙ্গ বিঞ্জান মঞ্চের আজীবন সদস্য। বীরভূম প্রান্তিক সাহিত্য পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য। মূলত গল্প কার । ছোট গল্প, অণুগল্প রচনায় সিদ্ধহস্ত। অবসর অবকাশ পেলেই ঝোলা কাঁধে বেড়িয়ে পড়েন কাছে পিঠে। বাইরে দূরে। ভ্রমণ পত্রিকায় লেখালেখি পছন্দ করেন। পত্র সাহিত্য রচনায় ও যথেষ্ট দক্ষ সাহসী। নির্ভেজাল স্বাভাবিক সাহিত্য আড্ডা ভালোবাসেন।শখ বলতে বই পড়া, বেতার শোনা, থিয়েটার দেখা। তাঁর ইচ্ছে ওপার বাংলাদেশের সর্বত্র ঘুরে বেড়ানো এবং মক্কা মদিনার পথে প্রান্তরে হাঁটা।
No comments