কবিতা - সত্যের কথন, কবি - হুসাইন আহমেদ হিরু
সত্যের কথন
হুসাইন আহমেদ হিরু
অনিন্দ্য সুন্দর সত্যের বচন-
যার জন্য আজি বিপন্ন হয় কত জীবন!
মিথ্যার রোষানলে সত্য হয় করুণ-
মিথ্যা ক্ষয়ে যাবে আসলে সত্যের বরুণ!
কিসের জন্য এত মিথ্যার মাতামাতি -
যার জন্য হও তোমরা ধনী রাতারাতি!
সত্য কয়ে দেখো তোমায় সবে স্মরণ -
পুষ্প মাল্য দিয়ে করবে বরণ!
এ মাল্য তৈরি হয় সত্যের কথনে -
একটি পাপড়ি গাথা হয় অন্যটির সনে!
মিথ্যা ব্যাধিকে কর বিদায় দাও
বিসর্জন -
মিথ্যার উপরে দাঁড়িয়ে সত্যকে আলিঙ্গন!
তাহার প্রতীক হয়ো সবে কর তাহার জয়গান -
তাহারে ভজিলে তবে পাবে মুক্তির সমাধান!
আজকে মোরা বিপদগ্রস্ত লুন্ঠিত ধন সম্পদ -
দোষ একটাই,সত্যকে আজ করেছি অসৎ!
নোংরামির ডাস্টবিনে একই সাথে মিশে -
খাচ্ছি আবর্জনা আর হাসি তক্তপোশে বসে!
নোংরামিটা ছেড়ে দিয়ে স্বচ্ছ করি ডাস্টবিন -
সততার সুবাতাস চারিপাশে করুক প্রদক্ষিন!
No comments