Poem - জীবন এমনই, কবি - স্বপ্না মজুমদার
জীবন এমনই
স্বপ্না মজুমদার
পুণা, মহারাষ্ট্র
একটাই জীবন,
যার যতোটা পরমায়ূ ততোটাই, এই পৃথিবীতে থাকার আয়োজন,
চেষ্টা অবিরত সুখের স্বর্গ গড়ে নেবার
যে যেভাবে পারে জীবনের পথে উর্ধশ্বাসে ছুটতে থাকে,
পরিণতি ভাবে না কেউ,
ভাবে না ভালো মন্দ, শুধুই সুখের সন্ধান চাই,
থাকে মন উল্লাসে ব্যস্ত!!
সহস্র স্বপ্ন দেখে মন,মনে ভিতর গড়া স্বপ্ন মহল
কেউ কি জানে সে মহলের স্থায়িত্ব কতোক্ষন!!
কখনো যদি স্বপ্ন ভাঙে,মন ভেঙে যায়
এমন তো হতেই পারে,রাশি রাশি স্বপ্ন
ভেঙে চুরমার হয়!
আজকাল স্বপ্ন দেখতে বড় ভয় হয়,
যদি ঘুম ভেঙে,স্বপ্ন হারায়!
হৃদয় যদি হয় টুকরো,টুকরো,দু,চোখে
শুধুই নীরবে অশ্রু নদী বয়!!
তবুও জীবন থেমে থাকে না, এগিয়ে চলে
ভালো,মন্দ,সুখ দুঃখ, সাথে নিয়ে,
হয়তো
হবে সহস্র স্বপ্ন ভঙ্গ।।

