কবিতা - চাই ক্রোধ, ভালবাসা, কবি - খগেন্দ্রনাথ অধিকারী

 


চাই ক্রোধ, ভালবাসা
খগেন্দ্রনাথ অধিকারী

ইসমাইল হানিয়ের খুন
ইসরাইল জঙ্গির হাতে,
হবেনা কখনো ব্যর্থ,
ইতিহাস একথাই বলে
মুক্তিযোদ্ধার রক্ত
জন্ম দেয় প্রতিক্ষণে
রক্তবীজের দল
অযুতে নিযুতে।
তাই বন্ধু কান্না নয়,
চাই ক্রোধ, ভালবাসা,
দানবের যুদ্ধ আশ
মেটাতে হবেই হবে
স্বাধীনতার বজ্ররণে,
জর্ডনের দুকূল আবার
ভরবে হাজারো ফুলে
শিশুর হাসিতে।
মরহুমদের স্ত্রীরা সব
শহীদদের  মায়েরা যত
দগদগে ক্ষত নিয়েও
মুছবে চোখের জল
পর্শী দম্পতির কোলে
নতুন প্রজন্মের
নিষ্পাপ শিশুদের দেখে
গভীর আশ্বাসে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url