কবিতা - চেয়ে দেখ, কলমে - মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed, India)

 


চেয়ে দেখ

মোঃ ইজাজ আহামেদ


হতাশা, দুঃখরা যখন তোমাকে জালে জড়িয়ে রাখে,

তাকাও সুনীল আকাশের দিকে 

দেখ সেও এইরকম সবসময় নির্মল থাকে না

আর এইরকম রৌদ্রজ্জ্বল ঝলমলে থাকে না,

রাত নেমে আসে, যায় ঘন অন্ধকার হয়ে।


অবসাদ যখন তোমার খুশি থাকার পথকে 

দেয় রুদ্ধ করে,

তুমি চেয়ে দেখ ওই রুগ্ন শুকনো নদীকে,

বর্ষাকন্যার আগমনে সে স্বাস্থ্য পায় ফিরে,

আনন্দে গান করতে করতে কলকল করে বয়ে চলে।


তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো,

তাকিয়ে দেখো মহাকাশের দিকে-

গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররা নিজ কক্ষপথে 

অবিরত ঘুরেই চলেছে,

ক্লান্তির নেই কোনো চিহ্ন।


তুমি যখন দুশ্চিন্তায় থাকো,

আঁখি মেলে দেখো

পাহাড়-পর্বতের দিকে,

দুশ্চিন্তার ভাঁজ পড়েনি তাদের কপালে,

প্রচন্ড ঝড়, মেঘের মাঝে অবিচল হয়ে রয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url