কবিতা - লড়াইটা জারি রাখো, কবি - সুমিতা চৌধুরী

 


লড়াইটা জারি রাখো

সুমিতা চৌধুরী


লড়াইটা জারি রাখো

আমাকে বাঁচিয়ে রাখো তোমাদেরই বুকে,

মোমবাতি তো কতোই হলো

এবার মশাল জ্বালো অন্তরের দহনে সেঁকে। 


প্ল্যাকার, পোস্টার, মুখের কালো কাপড়,

ছুঁড়ে ফেলো আজ মৌনতার সমাধি 'পরে।

দৃপ্ত কণ্ঠে সোচ্চার হও, 

আপন মৌলিক অধিকারে বাঁচার অঙ্গীকারে।


নরপিশাচের চোখে-নখে-জিভে 

আছে যতো জমানো কাম,

দশভূজার দশ অস্ত্রের প্রত্যাঘাতে বিঁধে 

দাও তারে শেষ আঞ্জাম। 


অনেক হলো কমিটি গঠন, 

 বিচারের নামে প্রহসনের খেলা।

এবার লেখো নিজেদেরই হাতে,

ওদেরই সেই কালবেলা।


চোখে চোখ রেখে প্রশ্নবাণে

  ছিন্ন করো মিথ্যার জাল,

বাঁচার লড়াইয়ের একতাতে ভাঙো 

   মসনদেরই পুরু দেওয়াল।


 বুকের আঁচে জাগিয়ে রাখো

সব নির্ভয়া, অভয়া, মৌমিতাকে,

গড়ো না আর শহীদ বেদী

 নিষ্ফল অশ্রুপাতের বুকে।


বাড়িয়ে তোলো স্বাভিমানের লড়াইয়ের খিদে,

ওদের নারী মাংসের খিদের গুণীতকে।

লড়াইটা সবাই জারি রাখো

মুহ্যমান হয়ো না ব্যর্থ শোকে।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url