কবিতা - মনো মোর মেঘের সঙ্গে, কবি - বাবুর আলি

 


মনো মোর মেঘের সঙ্গে

বাবুর আলি


তার কথা মনে পড়ে আজ রাতে,

বাদল ঝরা প্রাতে।

ব্যথা ভরা বায়ু বয় সাথে। 

বিরহ যন্ত্রণা দেয়, সহা নাহি যায়, 

স্বামীর সজল ভেজায় কাজল 

আকাশ ঝরে অবিরল বুকের গভীরে কাঁদে প্রেম।

চকিত চমকি ওঠে দামিনী ঝলক 

তারই মাঝে খুঁজি তার চোখের পলক। 

বজ্র পাতে স্বপন টুটে যায়। 

কি করি বল প্রিয়ে হায়।


অশ্রু সজল আঁখি টল টল

ব্রীড়া -বেড়ি ছেড়া না যায় 

মন চায়, দম না কুলায়।

মুখ তুলে আকাশের পানে 

শিখ তো বসনে আকুল পরানে 

পারে তুমি ভাবো আজ বরষায়?

দুজনার দুটি মুখ বারি দর্পণে 

খুঁজে ফিরে তৃষিত নয়নে,

মেঘের  তরী ভাসিয়ে আকাশে 

তোমার পরশ নিয়ে বাতাস ভেসে আসে,

শ্বাস নিতে বুকে ধরি তায়

কি যে করি মরি মরি হায়।

No comments

Powered by Blogger.