কবিতা - তুমি আসবে ফিরে, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 


তুমি আসবে ফিরে

মোঃ ইজাজ আহামেদ 


আমি স্বপ্ন দেখি

তুমি আসবে ফিরে

আবার আমার কাছে; 

তুমি আসবে শ্রাবণের বৃষ্টিধারা হয়ে।


তুমি আসবে শরতের নীলাভ আকাশে শুভ্র মেঘ হয়ে, 

ভোরে হালকা শিশির ভেজা দুর্বার উপর চাদরের মতো বিছিয়ে থাকা 

শিউলি ফুল হয়ে,

শিউলি ফুলের সুগন্ধ মাখা 

মৃদুমন্দ বাতাস হয়ে, 

সূর্যের সোনালী আভার মতো নির্মল আলো হয়ে, নদীর তীরের হাওয়ায় আনন্দে নৃত্য করা কাশফুল হয়ে।


আমি স্বপ্ন দেখি তুমি আসবে ফিরে 

শীতের সকালে দুর্বাঘাসের ওপর পড়ে থাকা মুক্তোর মতো শিশির বিন্দু হয়ে, 

শীতের রুপালি কুয়াশা হয়ে, 

শীতের গোলাপ ও সরষে ফুল হয়ে।


তুমি আসবে ফিরে বসন্তের কোকিলের কুহু কুহু ডাক হয়ে, 

বসন্তের রংবেরঙের ফুল হয়ে, 

বসন্তের মুকুলের ঘ্রাণেভরা বাতাস হয়ে, 

তুমি আসবে ফিরে পূর্ণি

মা রাতের জোছনা হয়ে।

 


রচনাকাল: ২০১৯

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url