Header Ads

কবিতা - হায়রে প্রমাদ বন্যা, কবি - ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ (বাংলাদেশ)

 


হায়রে প্রমাদ বন্যা

ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ 


বৃষ্টি এলো অনবরত 

খুললো বাঁধের মুখ, 

আমাদের ঘরবাড়ি ভেসে

নষ্ট হল আমদের সুখ।

বন্যায় ভাসলো ফসল 

ভাসলো মোদের ঘরবাড়ি,

ফেনী ও কুমিল্লাবাসীর চরম 

বিপদ করছে আহাজারি। 

গরু ছাগল সব পানির নিচে 

খুঁজে পায় না কেউ, 

ঘরের চালের উপর পানি 

বুকে কষ্টের ঢেউ। 


বন্যায় ভয় পেয়ো না ভাই 

আমরা লড়তে পারি, 

গড়তে পারি, আর বিপদ এলে 

একে অন্যের হাত ধরতে পারি। 

উঠবো মোরা সবার আগে,

গড়ব মোরা দেশ,

বিশ্ববাসী একদিন ঠিকই 

বলবে সাবাস বাংলাদেশ।

No comments

Powered by Blogger.