Header Ads

কবিতা - আমি, কবি - এম মতিন

 


আমি

এম মতিন 


আমি কেবল মাত্র আমার জন্য নয়।

যেমন সূর্য নয় কেবলই নিজের জন্য।

সূর্য নিজে পুড়ে সবাইকে আলো দেয়

দূর করে পৃথিবীর অন্ধকার

ঠিক তেমনি কিছু আলো দিয়ে 

আমিও আলোকিত করতে চাই অন্ধকার মন গুলোকে।

আমি কেবল মাত্র আমার জন্য নয়।

যেমন ফুল নয় নিজের জন্য।

ফুল নিজে ঝরে সবাইকে সুগন্ধ বিলায়

দূর করে পৃথিবীর গন্ধ

তেমনি কিছু সুগন্ধ দিয়ে সুরভিত করতে চাই

দূর্গন্ধময় মন গুলোকে ।

আমি কেবল মাত্র আমার জন্য নয়।

যেমন নদী নয় নিজের জন্য

নদী নিজে রিক্ত হয়ে অন্যকে সবুজ করে

তেমনি কিছু বৃষ্টি ফোঁটা দিয়ে সতেজ করতে চাই

রুক্ষ মরুভূমি মন গুলোকে।

আমি কেবল মাত্র আমার জন্য নয়।

যেমন গাছ নয় নিজের জন্য

 ফুল ফল আশ্রয় বাতাস দিয়ে গাছ যেমন একদিন নিঃশেষ হয়

ঠিক গাছের মতো সবটুকু দিয়ে আমিও একদিন চলে যাবো এ পৃথিবী ছেড়ে।


পরিচিতি: এম মতিন (কবি ও গল্পকার)

পিতা- মহঃ মইনুদ্দিন।মাতা-আনোয়ারা বেগম।

আদি নিবাস--বালিয়াড়া। পোঃ - মলয়পুর,থানা-মুরারই। বীরভূম।

বর্তমান নিবাস-- নলহাটি কলেজ মোড় পোস্ট+ থানা --নলহাটি। জেলা --বীরভূম।পিন ৭৩১২২০

পেশা- শিক্ষকতা, এম এ ভূগোল ( উজিরপুর হাইস্কুল) বীরভূম।


No comments

Powered by Blogger.