কবিতা - ধ্রুবতারা, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 


ধ্রুবতারা

মোঃ ইজাজ আহামেদ


আকাশে ধ্রুবতারা,

আমার মনের ঘরে উঁকি দিচ্ছে তোমার স্মৃতিরা,

আকাশের এই ধ্রুবতারা দেখে 

হাতে হাত রেখে পাড়ি দিয়েছিলাম নদী পেরিয়ে 

এক প্রান্তরে,

দিগন্তরেখায় ঝুলছিল একফালি শশী,

হৃদয়ের আকাশে আনন্দের ধ্রুব তারা মারছিল উঁকি,

আমাদের বাগযন্ত্র আনন্দে আত্মহারা হয়ে 

 পারছিল না কিছু বলতে,

শুধু শোনা যাচ্ছিল

হৃদের সিস্টোল ও ডায়াস্টোলের শব্দ

নিস্তব্ধ গহীন রাতে চলমান ঘড়ির কাঁটার মতো,

সেই জোছনা প্লাবিত সবুজ প্রান্তরে নিস্তব্ধতার মাঝে 

সেই আওয়াজই কানে কানে বলে দিচ্ছিল মনের না বলা কথা

স্টেথোক্সেপ ছাড়া;

তোমার নিশ্চুপ মায়াবী রূপের কাছে

 তোমার মায়াবী চাহনির কাছে

ঐ চাঁদও ম্লান হয়ে যাচ্ছিল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url