Header Ads

কবিতা- হলদে চাঁদ, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 


হলদে চাঁদ

মোঃ ইজাজ আহামেদ 

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত 


হলদে পূর্ণিমা চাঁদ আকাশে,

মেঘেরা দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছে

তারই চার পাশে

জ্যোৎস্না স্নান করবে বলে

ঠিক যেমন নদীতে লোকেরা স্নান করতে আসে;

আমার গুরু মস্তিষ্ক দিলো জাগিয়ে 

তোমার- আমার সেই স্মৃতিকে;

তুমি আর আমি গোলাকার চন্দ্রের নিচে বসে

কাটিয়েছিলাম সময় এক জোছনা প্লাবিত প্রান্তরে;

কত কথাই না বলেছিলাম দুজনে,

নির্মল বাতাসের ঢেউয়ে

জ্যোৎস্না স্নাত হয়ে

কেটেছিল সময় অনাবিল আনন্দে

আর সাদা মেঘেরা জমায়েত করেছিল আদিগন্তে;

কিন্তু তুমি আমার আজ নেই পাশে;

এই দৃশ্য দেখে

আমার হলদে হৃদয়ের হৃদস্পন্দন গেছে বেড়ে,

সুষুম্নাশীর্ষক পারছেনা নিয়ন্ত্রণ করতে;

হাইপোথ‍্যালামাস আমার হিয়ার নীল আকাশ থেকে

খসে পড়া দুঃখের নীল তারাগুলোকে পারছেনা নিয়ন্ত্রণ করতে;

আমার মস্তিষ্কে ডোপামিন ক্ষরিত হচ্ছে;

মনে হয় যেন রক্তের হিমোগ্লোবিনও হিমোসায়ানিনে

পরিণত হয়েছে।

No comments

Powered by Blogger.