কবিতা - তিলপাড়া, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়

 



তিলপাড়া

অরিন্দম চট্টোপাধ্যায় 


যেখানে বিকেল হলেই 

স্বাধীনতা উপভোগ করার জন্য 

প্রায়ই চলে যেতাম

সেখানে ছড়ানো 

জলসমুদ্র ও মেঘের 

ভালবাসা দেখতে দেখতে

সাবালক হয়ে গেছিলাম।


 সব পাখিরা উড়ে উড়ে 

কনকচূড়া গাছে এসে জড়ো হয়ে

 দিন শেষের সব গল্প বলত

বেঞ্চিতে বসে বসে শুনতাম 

পড়ন্ত বিকেল গুলো

রাতের আঁধারে হারিয়ে যেতো। 


তাদের ডানার শব্দে ঝরে পড়ত ফুল গুলো

 তুলে নিয়ে নাড়াচাড়া করতে করতে

নিজের অজান্তেই ভেঙে ভেঙে 

হৃদয়হীন সম্পর্কের ভেতর ঢুকে যেতাম

আর এই ভাবেই সব সম্পর্কগুলো

ভেঙে ফেলেছিলাম।


@ অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা-৭০০০৬০, 



পরিচিতি: অরিন্দম চট্টোপাধ্যায়, জন্ম কলকাতায়, আদি বাড়ি বীরভমের সিউড়ি তে। ওখানে পড়াশোনা, ও বেড়ে ওঠা, পরবর্তী তে রাজ্য সরকারি চাকরি ও পেশা গত কারণে বিভিন্ন জায়গায় থাকা। বর্তমানে কলকাতা বেহালা নিবাসী।

কবিতা নির্মাণে আত্মপ্রকাশ নব্বই এর দশকে।


প্রকাশিত কাব্যগ্রন্থ উড়ে যায় নীল অক্ষর, অনুভব ও বাল্যপ্রেম, বৃষ্টিকণা শ্রাবণ সুখ, ও চূর্ণি নদী তে মধ্যরাত,জলজ এস্রাজ,অন্তঃবৃত্ত ও অক্ষরস্রোত,ঈশ্বরকণা ও পৃথিবী, রবীন্দ্রনাথ ও আমি,অলীক স্বপ্ন ও সিল্যুয়েট", অবেলার অসৃতরাগে, বিবর্ণ রোদ্দুর ।"এখন ময়ূরাক্ষী " বলে কবিতা পত্রিকা সম্পাদনার ও দায়িত্বে আছেন, অন্যকবিতা অনলাইন পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত আছেন ও, বঙ্গ ভাষা ও সংস্কৃতি পত্রিকার সাথে যুক্ত, এছাড়াও 'আজকের এষা পত্রিকার সাথে ও যুক্ত। 


পুরস্কার- কংসাবতী অববাহিকা সাহিত্যপত্র পাক্ষিক সম্মাননা,ধ্রুপদী সাহিত্য সংস্কৃতি সম্মাননা

বেলাশেষে সাহিত্য পত্রিকা সম্মাননা,  

বর্ণপরিচয় অভিজ্ঞান ২০২১

 উজান পরিবার সাহিত্য সম্মাননা, শিঞ্জন সম্মাননা, মহুলবন কবিরত্ন সম্মাননা, সাহিত্যিক প্রকাশ পত্রিকা সম্মাননা,ত্রিপুরা বাংলা সাহিত্য পরিষদ কতৃক প্রদত্ত সাহিত্যরত্ন সম্মাননা ও বিবিধ সম্মাননা।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url