কবিতা - আজও মনে পড়ে , কবি - ডাঃ লিয়াকত আলি লস্কর
আজও মনে পড়ে
ডাঃ লিয়াকত আলি লস্কর
ক্যানিং টাউন : দক্ষিণ :২৪ পরগনা
আজ কবি গুরুর জন্মদিন
তোমাকে খুব বেশি মনে পড়ে।
তোমার আলতা পেড়ে শাড়ি
খোঁপায় জুঁই ফুলের বিনুনি
সোনালী এক ঝাঁক চুলে
আজ বেশি করে তোমাকে মনে পড়ে।
জানো, তোমার সেই কবিতা গুলো
আজ ও শুনতে পাই-
সেই ময়ূরপঙ্খী, না পাঠানো চিঠি,
বোধন, ভারত তীর্থ…, 'হে মোর চিত্ত পূর্ণ তীর্থ
জাগোরে ধীরে,
এই ভারতের মহামানবের সাগর তীরে,
তোমাকে কেউ কোনদিন হারাতে পারেনি
তোমার সেই গাওয়া রবি ঠাকুরের গান
" যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইবো না,বাইবো না মোর খেয়া তরী
এই ঘাটে গো…..,"
শুনতে শুনতে আমি বাকরুদ্ধ হয়ে যাই
গান শেষে তোমার জুঁই ফুলটা,
ছুড়ে মারলে আমার বুকে
একটু ছুঁয়ে, পায়ের কাছে পড়ল
সবার অলক্ষ্যে আমি কুড়িয়ে নিলাম
অনেক দিন আমার বাক্সে রাখা ছিল।
তোমার সেই রবীন্দ্র নাটক ' রক্তকরবী'র নন্দিনী;
আজ ও মনে পড়ে…..
তুমি নন্দিনী সেজে
চিৎকার করে বলেছিলে,
'তুমিও বেরিয়ে এসো রাজা তোমাকে মাঠে নিয়ে যাই'।
আমার কবিতা গান তোমার কন্ঠে গাঁথা
আমার 'পাখিওয়ালা' কবিতা তুমি
কত জায়গায় আবৃত্তি করলে
কত প্রসংসা পেলে
সেই কন্ঠস্বর আজও ভাসে
'পাখি, নেবে বাবু, পাখি……
টিয়া, চন্দনা, মুনিয়া…..
ভেসে বেড়ায় আমার চারিদিকে……
এখানে আলোর রসনাই,
মঞ্চে রবীন্দ্র সংগীতের মুর্ছনা ,
বাতাসে জুঁই ফুলের গন্ধ,
সেই মেঠোপথ, রাখালিয়া বাঁশি,
সবই আছে শুধু তুমি নেই……
সেদিন শারদ সন্ধ্যায়
তুমি ঘরে একা ফিরছিলে
ঝিরঝির করে অল্প বৃষ্টি……
আকাশটা ফিকে অন্ধকার
নিস্তব্ধ নির্জন…..
পথে লোক খুব একটা ছিল না,
হঠাৎ একটা ভাঙা কারখানার প্রাচীর থেকে,
বেরিয়ে পড়ল হিংস্র সাপদের দল
তাদের দাঁত দিয়ে
তোমাকে ছিন্ন ভিন্ন করল
তুমি প্রাণপণ বাঁচার চেষ্টা করেছিলে সেদিন….
রক্তে ভেজা সারা শরীর,
হাসপাতালের বেডে লড়াই করেও ফিরে আসলে না।
সেদিন কত লোক প্রতিবাদের মিছিল করেছিল,
তোমার পোষা মেনীটা তিন দিন খায়নি
তোমার কুকুরটাও একদৃষ্টি, তোমার পথ চেয়ে,
পশুদের কত মায়া, কত ভালোবাসা!
অথচ মানুষ…..
এরপর কতদিন, কতমাস কেটে গেল
প্রতিবাদ মিছিল মৌন হল।
বিচারে কারোর ফাঁসি হল, কেউবা ছাড়া পেল
কিন্তু…..
সেই রবীঠাকুরের জন্মদিনে
তুমি নেই
তুমি নাই বা থাকলে
তোমার কবিতা, জুঁই ফুলের গন্ধ,
তোমার গান আজও ভেসে আসে
আজও শুনতে পাই….
"তবু মনে রেখো
যদি দুরে চলে যায়
তবু মনে রেখো".....
ডাঃ লিয়াকত আলি লস্কর
দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত
পরিচিতিঃ ডাঃ লিয়াকত আলি লস্কর এর জন্ম ৪ জানুয়ারি ১৯৫৯ সাল। পিতা মরহুম হাজী মোহাম্মদ সরিয়ত আলি লস্কর, মাতা মরহুম অমিচা বিবি।ঠিকানা : গ্ৰাম - আমড়া বেডিয়া, পোষ্ট - ধলীরবাটি, থানা- ক্যানিং টাউন, জেলা-দক্ষিণ ২৪ পরগনা,পিন- ৭৪৩৩২৯ পশ্চিমবঙ্গ, ভারত। পড়াশোনা স্নাতক । ডি.এন.দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসা বিজ্ঞানের ডিপ্লোমা । বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হোমিওপ্যাথি মেডিকেল অফিসার । অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক (হোমিওপ্যাথি) এবং প্রাক্তন শিক্ষক ।
কবিতা, গল্প , প্রবন্ধ, লিখতে পছন্দ করেন। যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক। ছোট পত্রিকায় সাংবাদিকতার কাজ করেছন। আবৃত্তি , নাটক, মঞ্চ অভিনয় এবং নির্দেশনা কাজে পুরষ্কার প্রাপ্ত ।একটি গল্প সংগ্রহ প্রকাশের পথে(শেষ সংলাপ) ও দু'টি কাব্যগ্রন্থ প্রকাশের পথে । সাহিত্য উদ্যান পত্রিকার পাতায় সেরা গল্পের পুরষ্কার প্রাপ্ত। বই পড়তে এবং ভ্রমণে আগ্রহী । সামাজিক কাজ ও দাতব্য চিকিৎসা করায় উৎসাহী।
No comments