Friday 14 June 2024

কবিতা - বিধস্ত জীবনের উপখ্যান, কবি - সোহেল রানা

 



বিধস্ত জীবনের উপখ্যান 

 সোহেল রানা


আমার আর কেউ নেই, 

চারিপাশে চোখ খুললে শুধু একটাই চিত্র। 

অশান্ত মন এবং অশান্ত শহরে ব্যস্ত কিছু মানুষ। 

সকালে অফিস -স্কুল-কলেজ সকলেই ব্যস্ত। 

দুটো কথা শোনার লোক নেই, 

শহরের ব্যস্ত কিছু মানুষ জন।

আমার আর কেউ নেই! 


যে মানুষটাকে উজার করে ভালোবাসতাম। 

অনেক অভিমান- অভিযোগের উপর চেপে আকাশ ছুয়ে যায়। 

কালবৈশাখীর ঝড় যেন তছনছ করে দেয়, 

আমার এই যুদ্ধ, 

আমার এই আন্দোলন, 

তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়েও কম নয়। 

রাশিয়া-ইউক্রেনে সামরিক বাহিনীর বার বার জয় করে ফিরে এসেছি। 

কিন্তু তোমার মন জয় করতে পারিনি। 

তুমি ছাড়া আমার আর কেউ নেই। 

আমার আর কেউ নেই… ।


কবি পরিচিতি :

   পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার অন্তর্গত ইউসুফপুর নামক প্রত্যন্ত গ্রামের কবি , গল্পকার এবং প্রাবন্ধিক সোহেল রানার জন্ম ১৯৯৮ সালে। এই তরুণ কবি পরিবারের পাঁচ ভাই বোনের মধ্যে বড়ো। পিতা-ফাইজুদ্দিন সেখ, মাতা -সারজিনা বিবি। ৪৭ নম্বর ইউসুফ পুর প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি। চাচন্ড বি. জে হাই স্কুল থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাস( ২০১৪)। তারপর কলা বিভাগ নিয়ে একই স্কুল থেকে চতুর্থ স্থান অধিকার করে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করেন (২০১৬)। তারপর দুঃখলাল নিবারণ চন্দ্র কলেজ থেকে বাংলা অনার্স (বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ) নিয়ে প্রথম বিভাগে স্নাতক পাস করেন (২০১৯) । আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পাশ করেন (২০২১)। আলিয়া বিশ্ববিদ্যালয়ে বি. এড কোর্সে প্রথম বিভাগে পাশ করেন।ছোট থেকেই পারিবারিক আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশুনার পাশাপাশি লেখালেখি চালিয়ে যান । পড়াশোনার পাশাপাশি লেখালেখির সঙ্গে তাঁর যেন আত্মিক সম্পর্ক । কলেজে পড়ার সময় বিভিন্ন ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয় ।কবিতা ও গল্পের পাশাপাশি বেশ কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ আছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল –“সৈয়দ রেজাউল করিমের ‘মৃত্যুর রহস্য’ উপন্যাসের রহস্য অন্বেষণে “ ,প্রবন্ধটি বই মেলায় প্রকাশিত হবে। বর্তমানে মাসিক পত্রিকা ‘স্বপ্নের ভেলা পত্রিকা’,” সুবর্ণ সাহিত্য পত্রিকা ,” মোলাকাত ডটকম পত্রিকা “এবং দৈনিক পত্রিকা ‘ ‘স্বপ্নসিঁড়ি সাহিত্য, তথ্য পুঞ্জ পত্রিকা,নববেলা সাহিত্য পত্রিকা,পত্রিকা’ র নিয়মিত লেখক। গল্পের মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ও সুতি থানার অন্তর্গত প্রান্তিক মানুষের জীবনচর্চা। বেশ কিছু কাব্যগ্রন্থ, গল্পগ্ৰন্থ ও প্রবন্ধগ্ৰন্থ প্রকাশের মুখে

 প্রবন্ধ :

১) সৈকত রক্ষিতের নির্বাচিত গল্পে নিম্নবর্গের জীবনচর্চা । (প্রকাশিত)

No comments:

Post a Comment

Poems of Dr Dr Maheswar Das

    Dr Maheswar Da   is a bilingual poet, translator, editor, and story writer. He writes in English and Odia language. He has been pursuin...