কবিতা - মনে পড়ে, কবি - মেহেনাজ পারভীন (বাংলাদেশ)

 


মনে পড়ে

মেহেনাজ পারভীন 


বাড়ির ভিটেয় চৈত্র্যের রোদ,

আমার মায়ের সাতদানার নাকফুল চিকচিক করে, 

দাদির আঁচলে বাঁধা চাবি ঝনাৎ ঝনাৎ শব্দ করে,

বাছুরটা ঘন্টা বাজিয়ে এদিক ওদিক ছুটোছুটি করে।

সন্ধ্যাগুলো নেমে আসে বেণী দোলাতে দোলাতে,

হুতোম পেঁচার ডাকে বাবা ফিরে আসে,

বুবু রুমালে বাতাবি ফুলের গন্ধ আঁকে, 

রাতে পুরো আঙিনা জুড়ে জোছনারা খেলা করে,

আমি এক ব্যাকুল কিশোরী অসংখ্য জোছনা গায়ে মাখি-

মনটা হু হু করে উঠে-

কৈশোরের হাত ধরে হেঁটে যাই সেদিনের কাছে।



পরিচিতি:

আশেপাশে লুকিয়ে থাকা সুতীব্র বোধ ও ব্যথারা স্পর্শ করে নিবিড়ভাবে, উপলব্ধির আলেখ্যই লিখতে আগ্রহী কবি মেহেনাজ পারভীন। তাঁর প্রকাশিত গ্রন্থ: একটুখানি রোদ্দুর (উপন্যাস), কে যেন আমায় ডাকে (উপন্যাস), অপলক চোখে এখনো তাকিয়ে (গল্পগ্রন্থ), এভাবেই পাশে থেকো (কাব্যগ্রন্থ), ভালোবাসার কুঁড়েঘর (কাব্যগ্রন্থ),

এক ব্যালকনি প্রেম (কাব্যগ্রন্থ), শিশুর চোখে বঙ্গবন্ধু ও বাংলাদেশ (ছড়াগ্রন্থ), ট্যাক্সেরহাট গণহত্যা (গবেষণা গ্রন্থ)। চেঞ্জ মেকার অ্যায়ার্ড-২০২০ ও ২০২১, মানবাধিকার সম্মাননা-২০২১, পরিবেশ বন্ধু সম্মাননা-২০২২, ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গুজরাট সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তিনি একজন স্কাউট এডাল্ট লিডার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url