কবিতা - নাম- না- জানা ফুল, কবি - ড.গৌর সেন
নাম- না- জানা ফুল
ড.গৌর সেন
দিঘির মাঝখানে শ্যাওলা ভেদ ক'রে
একটা ফুল ফুটে আছে ;
নাম- না- জানা ফুল ।
ওর নাকি অনেকগুলো পাপড়ি , তার
এক একটাতে লেখা :
ক্ষুদিরাম- বিনয়- বাদল- দীনেশ- সূর্য সেন
এমন কী নেতাজি সুভাষচন্দ্র পর্যন্ত ;
কিন্তু কেউ ওর কাছে আজও পৌঁছাতে পারেনি ,
শ্যাওলার এমন-ই তীব্র গন্ধ!
দিঘিতে যারা মাছ ধরতে আসে
মাছ ধরে ; কিংবা
না পেলে উল্টো কথা বলে ।আজও একদল
ফুলটি ছোঁবে ব'লে জলে নেমেছিল ,
শ্যাওলা ভেদ ক'রে অসংখ্য বিছে বেরিয়ে এলো ;
পিছনে হটে দলটি বেপাত্তা !
দিঘির মাঝখানে শ্যাওলা ভেদ ক'রে
একটা ফুল ফুটে আছে ;
নাম- না- জানা ফুল ।
ড.গৌর সেন : জন্ম--উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার আমবেড়িয়া গ্রামে । বর্তমান ঠিকানা-- রাজারহাট , কলকাতা---700135 . বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় , শান্তিনিকেতন থেকে এম.এ. পাশ করার পর ওই প্রতিষ্ঠান থেকেই জন্মভূমি সুন্দরবনের ওপরে পি.এইচ.ডি করেন । গবেষণা গ্রন্থের নাম " সুন্দরবনের লোকসাহিত্য ও লোকসংস্কৃতি "। গ্রন্থটি 2017 সালে স্যার ড্যানিয়েল ম্যাকেনিন হ্যামিলটন পুরস্কার ও 2019 সালে বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার পায় । 1993 সাল থেকে 2019 সাল পর্যন্ত দীর্ঘ 27 বছর ধরে " দুষ্টুমি " নামে একটি ছোটোদের পত্রিকা সম্পাদনা করেন । বর্তমানে " অন্য বার্তা " নামে একটি পত্রিকার সহ-সম্পাদক । তাঁর প্রথম প্রকাশিত ছড়া গ্রন্থ " ভোরের চড়ুই "। এছাড়া তাঁর প্রকাশিত গ্রন্থ গুলির মধ্যে " বইমেলা নিয়ে যত ছড়া "," আয় রে পাখি লেজঝোলা "," হ্যালো রয়েল বেঙ্গল টাইগার ", " বিলে থেকে বিবেকানন্দ "," এই জীবন এই নদী ", " পাপ্পুর প্রিয় ছড়া ও কবিতা ", " ঘড়া ভরা ছড়া ও কবিতা ", " জল পিপি ও অন্যান্য ছড়া- কবিতা ", "ছোটোদের ছড়া ও কবিতা " ইত্যাদি উল্লেখযোগ্য ।1981 সাল থেকে 1992 সাল পর্যন্ত আকাশবাণী , যুববাণী কেন্দ্রের নিয়মিত স্বরচিত ছড়া ও প্রবন্ধ পাঠক ছিলেন । সাধনা বাংলা , উত্তরণ বাংলা ,CTN , সৃষ্টি ইত্যাদি চ্যানেলে স্বরচিত কবিতা পাঠ করেন ।
No comments