কবিতা - ঈদ
ঈদ
মোঃ ইজাজ আহামেদ
অরঙ্গাবাদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
নতুন চাঁদ দেখে মুসলিমরা একমাস রোজা রাখে
নতুন চাঁদ দেখে ঈদ উল ফিতর পালন করে;
এক মাস অপেক্ষার পরে
ঈদ খুশির জোয়ার নিয়ে আসে হৃদয়ে;
বাঁকা চাঁদ দেখে অনাবিল আনন্দের ঢেউ উঠে মনের সাগরে।
সন্ধ্যা থেকে সারা রাত কাটে কেনা কাটাকাটিতে,
ভিন্ন ভিন্ন মিষ্টান্ন তৈরিতে,
সকালের অপেক্ষাতে ঈদের উৎসবের আমেজে,
সোশ্যাল মিডিয়াতে বা ফোনকলে
একে অপরকে অগ্রিম ঈদ মোবারক জানাতে।
ঈদগাহে মিলিত হয়ে নামাজ পড়ার শেষে
সাক্ষাৎ ঘটে অনেকদিনের না দেখা চেহারাগুলোর সঙ্গে;
কোলাকুলি, হাত মেলামেলি করে
পুরোনো সখ্য নতুন করে জেগে উঠে;
এই দিনে মনমালিন্য, শত্রুতা ম্লান হয়ে
বিশ্বভ্রাতৃত্বের সুগন্ধ -বাতাস ছড়িয়ে পড়ে বিশ্বে।
রচনাকাল- ২৩ শে মে,২০২০
No comments