কবিতা - এটা একটা গল্প
এটা একটা গল্প
গোলাম রসুল
আমার ছোটোবেলার দেখা কিছু স্মৃতি
সূর্যের ঠিক পেছন দিকে
ঢাকা দেওয়া অনন্তকাল দিয়ে
এখন আলো ফুঁড়ে বেরুচ্ছে
আয়নার ওপরে ঝুঁকে
আমি ছলনা গুলো দেখছিলাম
যেন জীবনের অপচয় রাশি
যেন দুটি আয়নার বন্ধুত্ব আর ভ্রূকুটি
এটা একটা গল্প
যা বন্দরে এসেছিল
এখন নোঙর পেতে আছে
আর ফিরে যাওয়ার পেছনে অনেক দূরে জলের কৃপার মতো
ঋণ পরিশোধের জন্য মেঘ করেছে
অতি সাধারণ ছিলাম আমি
যার শেষাংশ নীল আকাশ
--------------------------
No comments