কবিতা - আমি আর তুমি ভুল বকবো

 


আমি আর তুমি ভুল বকবো 

 গোলাম রসুল 


একঘেয়ে আর বিরক্তিকর আকাশ 

এ পার থেকে দেখছিলাম নরকের সমতুল্য শহরের ওপরে দুএক জায়গায় মেঘ

অসাড় মেঘ

এক ঝঞ্ঝার মৃত্যু পরবর্তী অবশ কুহেলিকা 

মাল বোঝাই আর বিষণ্ণ জাহাজগুলো স্রোতের বিপরীতে বন্দরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ঘন দৈর্ঘ্যে 


আরও দূরে 

যেন চিরকালের মতো গতিপথকে ঘুরিয়ে চলেছে দুটো ডানা

ভোরের যতগুলো কোণ সব ভোঁতা 

যাতার মতো ঘুরছে

যেন সেকেন্ডের কাঁটার মধ্যে পিশে পিশে তছনছ হচ্ছে সময় 

আর ছিটকে পড়ছে চারধারে 


মানুষের গলা পাচ্ছি পাইপের ভেতর দিয়ে 

তাদের দুএকটা মুখের আকৃতি গড়ে নিচ্ছি বন্ধুর মতো চিনবো বলে 


গোটা একটা দিন হবে 

প্রাঙ্গণে বাস্তবতাকে হত্যার মতো 

আর এক মামুলি পিনে আটকে থাকবে কাটা মস্তকের মতো আমাদের জীবন 


তোমাকে আমার বলার ফাঁকে যখন সন্ধ্যা নামবে 

যখন চাঁদ থেকে বেরিয়ে এসে এক দল নৌকা ধাবিত হবে আরও দূরের চালাকির দিকে 


যখন আর কিছুই দেখা যাবে না 

তখন আমি আর তুমি ভুল বকবো

            ---------------------------------

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url