ছড়া - জুম্মা বারে, কলমে - ড. মনোরঞ্জন দাস

 


ছড়া - জুম্মা বারে

ড. মনোরঞ্জন দাস

(অ্যাডভোকেট - কলকাতা হাইকোর্ট, কবি, লেখক, গবেষক ও সম্পাদক)


জুম্মা বারে এসো মোরা

এই শপথ করি

সবে মিলে মানুষের

হই দরকারী।।


উপকার করে সবে 

আল্লার নামে থাকি

মানুষের মাঝেই তিনি

এটা মনে রাখি।।


জাতিভেদ মোরা কেউ

মানব কভূ না

দুঃখীকে সেবা করো, 

এতে নয় মানা।।


কাজের হিসাব দেখে

শেষের সে দিনে

আল্লা-ই নেবে জেনো 

নিজে বুকে টেনে।।


জুম্মাবার পবিত্র হে

সেটা জেনো তুমি

ভালো করো সকলের

এই সম্ভবামী।।

Previous Post
No Comment
Add Comment
comment url