কবিতা - কেমন আছো তুমি? কবি - মহঃ মাজহারুল আবেদিন
কেমন আছো তুমি?
মহঃ মাজহারুল আবেদিন
বেলা প'ড়ে আসে,
বয়স প'ড়ে আসে,
পড়ে না ভালোবাসা।
পড়ে না বুকবাঁধা আশা।
পড়েনা স্মৃতি—
যেদিন প্রথম দেখি তোমায়,
তুমি দেখেছিলে আমায়।
তোমার নয়নের ইঙ্গিত,
তোমার সেই অর্থবহ হাসি
আর কোমল কর তোমার
এখনো উদ্ভাসিত হয়ে চলেছে
বারবার আমার মানস দূরদর্শনের পর্দায়।
এখনো তোমার সেই লাল গোলাপ গাঁথা খোপা
হালকা সমীরণে তার পাপড়ি নাড়াচ্ছে।
এখনো তোমার নাকের ডগার বিহ্বল মৃদু কম্পন
আমায় টেনে নিয়ে যাচ্ছে
অতীতের গহ্বরে খুঁজতে তোমার সেই স্বাদ–
যা এখনো কামরসনায় লেগে আছে,
লেগে আছে আমার শিরা উপশিরায়,
লেগে আছে আমার অঙ্গ-প্রত্যঙ্গে।
যেন আমি আমার তারুণ্যের ঢেউয়ে
সাঁতরাচ্ছি তোমার সাথে।
মানসী,কেমন আছো তুমি?
—-_—---