কবিতা - ট্রাম, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়
ট্রাম
অরিন্দম চট্টোপাধ্যায়
এখনও একটা স্বপ্ন উড়ে আসে ঘুমঘোরের ভেতর। রাত্রিহীন হই। দেখতে পাই ঘোড়া ছুটছে তার সঙ্গে জুড়ে দেওয়া দু'কামরার একটা যান। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। ভাড়ার তারতম্য। কৌলীন্য, আভিজাত্য, ও শ্রেণী বিভাজন।
ঘোড়ার খুড়ের আওয়াজের শব্দের সাথে ঐ দুকামরা যানের চাকার সম্মিলিত আওয়াজ রাজপথ ছড়িয়ে গলি পেরিয়ে বাড়ির রক্ ছড়িয়ে
লোকের বাড়ির ভেতর চলে যাচ্ছে। লোক সচকিত হয়ে জানলার সার্সি খুলছে....
স্তব্ধ শহরপথ জুড়ে ছুটছে । কত লোক কি অবলীলায় চলে যাচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে। অত:পর গতিবেগ বাড়ল। ছুটতে লাগল আরও জোড়ে। সংযোজিত ইলেকট্রিকে। দীর্ঘ
সময় জুড়ে এই রাজপথে....
ক্রমশ: দৃশ্যহীন কুয়াশা মাখা বা মেঘে ঢাকা ভোরের চলে যাওয়া বা রাত্রির শেষ সার্ভিস ঘন্টা বাজিয়ে শব্দহীন....
@ অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা-৭০০০৬০,