কবিতা - পদচিহ্ন, কবি - ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

 



পদচিহ্ন

ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ 


আমি হোঁচট খাই, কিন্তু থামি না,

আঘাত পাই, কিন্তু হার মানি না।

ঝড় এলে আমি বুক চিতিয়ে দাঁড়াই,

অন্যায়ের সামনে মাথা কখনো নত করি না।


আমার স্বপ্ন ভাঙতে পারে,

কিন্তু আমার মনোবল কেউ ভাঙতে পারে না।

ভয়ের চোখে চোখ রেখে আমি পথ চলি,

অন্ধকার ভেদ করে খুঁজি আলোর দিশা।


আমি জানি—

আজকের ক্ষতই আগামী দিনের শক্তি,

আজকের কান্নাই কালকের হাসির কারণ।

আমি হার মানি না, কারণ আমি বিশ্বাস করি—

সূর্য আবার উঠবেই,

আর আমার পদচিহ্নেই গড়ে উঠবে নতুন ভোরের পথ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url