কবিতা - আকাশের সোনা, কবি - গোলাম রসুল
আকাশের সোনা
গোলাম রসুল
কাকতালীয়
একটা টুরিস্ট স্পটে সাইরেন বাজাচ্ছে সূর্য
তুমি কি দেখতে পাচ্ছো একটা প্রতি পৃথিবী
যেখানে মৃতেরা বোমা ফেলছে
এবং ডাকাতি করে নিয়ে যাচ্ছে আকাশের সোনা
খুন হয়ে গেছে
যে তারাটি নেভা তার অনেক লোক জন
আমাদের শৈশবের স্টাটাস
মেঘ ডাকছে শুকনো কুয়োর মধ্যে
ওখানে কি এখানো রয়েছে কোনো কঠিন জল
কিংবা শামুকের সমুদ্র অভিমুখী পদযাত্রা
মৃত রাত্রির লাশ
পৃথিবী থেকে একটু দূরে অপেক্ষা করছে ভয়ানক ক্ষুধার্ত ছায়া
পরবর্তী রাত্রিতে ওরা চাঁদের মাংস খাবে
সুতরাং
চলো আমরা পৃথিবীর একটি নতুন নাম খোদাই করে আসি

