কবিতা - জল নূপুর , আলী সোহারব (বাংলাদেশ)
জল নূপুর
আলী সোহারব (বাংলাদেশ)
নুপুর পায়ে বর্ষা রানী
এল ভুবন মাঝে,
ঘোমটা মুড়ি দিয়ে যেন
আসলো দারুন সাজে।
ঝুমুর ঝুমুর শব্দ করে
এসে এলো কেশে,
সবাইকে আপন করে
নেবে ভালবেসে।
তার ছোঁয়ায় একটুখানি
মনটা সতেজ হয়,
কখন আবার চলে যাবে
মনে থাকে ভয়।
মনের ভিতর বাজে যেন
শব্দ ঝুমুর ঝুমুর,
বর্ষা পরীর পায়ে বাজে
বাজে জল নূপুর।
।
No comments