কবিতা - প্রকৃতির শোভা, কবি - মহঃ আব্দুর রউফ (মুর্শিদাবাদ)

 



প্রকৃতির শোভা
মহঃ আব্দুর রউফ

চারিদিক প্রাকৃতিক দেখি কত শোভা,
অপরূপ কত রূপ অতি মনোলোভা।
রাত শেষে রবি হেসে পুবাকাশে দোলে,
দীঘিজলে শতদলে দেখি আঁখি খোলে।

গাছে গাছে পাখি নাচে কিচিমিচি গায়,
নানা পাখি যায় ডাকি দূর পানে ধায়।
প্রজাপতি দ্রুতগতি ফুলবাগে ছোটে,
মধুমাছি নাচি নাচি ফুলে মধু লোটে।

চারিদিক ঝিকিমিক সূর্যালোক পেয়ে,
নদীজলে দীপ জ্বলে দেখি সেথা চেয়ে।
রাজু রায় খেয়া বায় ভাগীরথী ঘাটে,
হাটুরিয়া সবজি নিয়া যায় ভোরে হাটে।

বর্ষাকালে বিলে-খালে সোনা ব্যাঙ ডাকে,
শীত আসে শিবা পাশে  হুক্কা হুয়া হাঁকে।
পৌষ মাসে ধান্য হাসে ক্ষেত ভরা মাঠে,
যায় চাষা নিয়ে আশা সোনা ধান কাটে।

নানা ফল ধরাতল ফলে বারো মাস,
পেকে যায় পেড়ে খায় ছড়ায় সুবাস।
ঋতুরঙ্গে সাজে বঙ্গে প্রকৃতির কোল,
রূপে গন্ধে নানা ছন্দে জাগায় হিল্লোল।

           

No comments

Powered by Blogger.