কবিতা - টুকরো টুকরো হাওয়া, কবি - গোলাম রসুল

 


টুকরো টুকরো হাওয়া

গোলাম রসুল


শূন্যে হত্যালীলা চলছে 

এবং হত্যা করছে এক আগন্তুক 


এখন আমি আমার জীবনের পাথর কোথায় রাখবো জানি না


 টুকরো টুকরো হাওয়া


আমি যখন আয়নার মধ্যে ঢুকলাম তখন আয়নাটা ভেঙে পড়ে যাচ্ছিলো 

আর আমাদের জীবন আলাদা করা গেলো না


আমার আত্মা  ধাঁধা

ঋতুগুলোর মতো ঘুরে বেড়ায়


সন্ধ্যা নামছে

চাঁদ সূর্যকে বুকে করে গ্ৰহণ করছে ঠিক আমাদের কষ্টের মতো


দুএকটা কবরের খোলস

বেদনাদায়ক এবং মালিকানাহীন 


একটা হাঁসফাঁস  বিমূর্ত

যেখানে আমরা অন্য জীবনের খোঁজ করছি

       --------------------------------

No comments

Powered by Blogger.