কবিতা - অনুপ্রেরণার অরণ্যে আত্মার আলো, কবি - প্রফেসর ড. মোস্তফা দুলাল
অনুপ্রেরণার অরণ্যে আত্মার আলো
প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, লেখক ও গীতিকার
তত্ত্ব ভরা ঢেউয়ে ঢলে
হৃদয়ের প্রশান্তি স্বর,
ঘৃণার ঘূর্ণিতে ফোটায় ফুল
প্রত্যাশার বাতি ঘর।
নাও ভরা চিন্ময় চেতনা
স্বপ্নের সাগরে রয়,
নৈঃশব্দ্যে জাগে শেফালি
মনন রয় মধুময়।
আকাশের আঁচলে বোনা
মানবতার গীতি,
গিরেনা কভু ব্ল্যাক হোলে
সেই মধুময় স্মৃতি।
অথৈ জলের অন্ধকারে
চেতনায় জেগে রয়,
বিষাদ ভরা বজ্র ভেঙে
অনুপ্রেরণার জয়।
শব্দের সৈকতে বসে
সম্ভাবনার শঙ্খচিল,
সমতার সমীরে ওড়ে
ভেদাভেদের খেল নীল ।
একতার একতারায় পড়ে
শুকতারার ঝলকানি,
অহমিকার গিরি গলে
ঝরে ঝর্ণার পানি।
গহীন গহনে জাগে
সৃষ্টির নব কর্ম,
সহমর্মের সুতোয় সেলাই
দ্বন্দ্বের ছিন্ন মর্ম।
নিরবতার কন্ঠে কাঁপে
জাগরণের বাণী,
ধরণী চায় রবির রশ্মিময়
চিরন্তন প্রাণী।
শান্তি নিজকে গাঁথে যবে
সত্যের সূর্য-রথে,
মানবতা জাগে তবে
আত্মার অলোক-পথে।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক
কর্তৃক সংরক্ষিত। ঢাকা, বাংলাদেশ।
No comments