কবিতা - ফিরে চল মানবতায়, কলমে- ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ

 


ফিরে চল মানবতায়

ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ 


আমরা নাকি মানুষ ছিলাম, স্বপ্ন ছিল চোখে,

আজ কেন সে চেতনাটা হারিয়ে যায় শোকে?

নেতা জনে রাখে না আর দেশের কথা মনে,

চায় কেবল নিজের থলে ভরতে শত টনে।


শিক্ষার আলো জ্বালায় কেবল ব্যবসার ছলে,

জ্ঞান নয়, সার্টিফিকেট কিনে টাকার বলে।

সেবা নয়, চিকিৎসা আজ এক বাণিজ্যিক খেলা,

বাঁচতে হলে দে টাকা, নইলে দূরে গিয়ে পালা।


দেশমাটি আজ নিঃস্বপ্রায়, শিকড় কেটে চায়,

যে পেয়েছে সুযোগ কেবল বিদেশমুখী যায়।


তবু আশায় রই যে কবে জাগবে বিবেক বুকে,

মানুষ আবার মানুষ হবে মানবতার সুখে।


ভেদাভেদ ভুলে গিয়ে এক হবে জাতি,

সেই দিনেই ফিরবে দেশে সুখের বসতি। 


-

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url