কবিতা - একটি এভিনিউ পুড়ছে, কবি - গোলাম রসুল

 


একটি এভিনিউ পুড়ছে

গোলাম রসুল


আমি বন্য বই

জন্মের পাতাটা যখন পড়ছিলাম কাগজের গলির মধ্যে  হু হু করে ঢুকে পড়লো বরফের নক্ষত্ররা

আর আমি হয়ে গেলাম অচেনা মানুষ


এবং  হতভম্ব আমি এক টুকরো মেঘ খাচ্ছি


একটি হাহাকার কার্টুন যেটা  আমার জীবন

আমার কান্না ইতর জলের ফোঁটা

আমার নখ মৃত গিটার


বায়ুমণ্ডলের কাক

মাটির তলায় প্রাচীন মদের কলসি

ছায়ার কাঠ

জুন কিংবা ফেব্রুয়ারী মাস কোনোটাই আমাদের আশা মেটাইনি  বরং টেনে নিয়ে এসেছে একটি বৃহৎ থিম


যুদ্ধের জীবন্ত মুখ

আর থ্যাঁতলানো দেহ


আগুন  

সবুজ গান গাইছে


একটি এভিনিউ পুড়ছে


পাথরের মানুষ


দূর জল 

ঝিঁঝি পোকার নৌকা

নৌকার কিবোর্ডের ওপরে আমার আঙুল 

         ---------------------------

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url