কবিতা - ঈদ-উল-আযহা, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 



ঈদ-উল-আযহা 

মোঃ ইজাজ আহামেদ


অস্তমিত সূর্যের হাত ধরে সন্ধ্যা নেমেছে,

জ্বিলহজ্জের চাঁদ এক গাল হাসি নিয়ে 

বসে আছে আকাশের কোলে,

আনন্দের তারারা উঁকি মারছে মুসলিমদের মনে।


নব নব সাজ আকাশে বাতাসে,

নব নব সাজ দেহ-মনে,

কেনাকাটায় ব্যস্ত শহর, ব্যস্ত গ্রাম।


কুরবানির পশু স্মরণ করায় ত্যাগ;

শুধু পশু কুরবানি নয়, কুরবানি করতে হয় 

সমস্ত কুকর্মকে, রিপুকে

আর তখনই কুরবানি সার্থক হয়ে উঠে

নবী ইব্রাহিমের মতো।


ঈদের নামাজ শেষ করে 

কুরবানি, কুরবানির মাংস বিতরণ গরিবদের মাঝে,

আত্মীয়দের মাঝে, দান নিঃস্বদের কাছে;

সৌভ্রাতৃত্বের, আত্মত্যাগের, উদারতার সুবাস ছড়িয়ে পড়ে

সারা পৃথিবী জুড়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url