অনুগল্প - স্বপ্নভঙ্গ, লেখক - আব্দুল মালেক

 


স্বপ্নভঙ্গ
আব্দুল মালেক

মাঠে মাঠে চাষিরা রসুনের ভুঁয়ে কুঁড়ে বেঁধে রাত পাহারায় থাকছে। এক মুহূর্তের অসতর্কতাই সর্বনাশ হয়ে যাবে।

কোবাদের চোখে মুখে স্বপ্ন ঝরে পড়ছে। এবার অনেক কষ্ট করে দুর্মূলের বাজারে সার বীজ সংগ্রহ করে সে রসুন চাষ করেছে। মৃদু বাতাসে হেলে হেলে রসুনের গাছগুলো আনন্দে মাথা নাড়ছে। সেই দেখে কোবাদের খুশি চোখে মুখে ঠিকরে পড়ছে।
মনে অনেক আশা। এবার ধার দেনাগুলো শোধ হয়ে যাবে। অনেক টাকার লাভও ঘরে আসবে। সেই খুশিতে সে মনে মনে নাচছে।
চোখের সামনে দেখতে দেখতে মেয়েগুলো লতার মতো লকলকিয়ে বড় হয়ে গেল। ভালো পাত্র দেখে মেয়েগুলোকে পাত্রস্ত করতে হবে।

সেদিন সকালবেলা রাস্তায় দেখা হলে বললাম, "চাচা রসুন বেচবে?" বলল, "নারে বাপ, রসুন তো সেরকম নেই।" বললাম, "কেন সেদিন জমিতে অনেক রসুন দেখলাম।" সে কাচুমাচু হয়ে বলল, "আর বুলিস ন্যা বাপ। যারঘে রসুন তারা রেতের আন্ধারে নিয়ে গেছে।" বলেই তার চোখ থেকে টপটপ করে জল পরতে লাগলো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url