রঁদেল কবিতা - নীল দেশ, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 


নীল দেশ (রঁদেল কবিতা)
মোঃ ইজাজ আহামেদ

হেমন্তের গাছের পাতা ঝরার মতো
ঝরে পড়ছে মানুষেরা
পড়ে থাকছে যেখানে সেখানে তারা
সংসারের  বন্ধন ছিন্ন করতে হচ্ছে খসে পড়া তারার মতো
নোনা আঁখি নিয়ে নীল আকাশের পানে তাকিয়ে আছে আত্মীয়রা

হেমন্তের গাছের পাতা ঝরার মতো
ঝরে পড়ছে প্রিয় মানুষেরা
নিথর দেহও গায়েব হচ্ছে অক্সিজেনের মতো

করোনার থাবা
অক্সিজেনের ঘাটতিতে তারা
জীবনের সমুদ্রে ডুবতে হচ্ছে তাদের জাহাজের মতো
হেমন্তের গাছের পাতা ঝরার মতো
ঝরে পড়ছে মানুষেরা।


* এই কবিতাটি কবির  'হৃদ-ক্যানভাস' কাব্যগ্রন্থের অন্তর্গত।

(নোট: রঁদেল কবিতা। তেরো পংক্তির তিনটি স্তবকের কবিতা। প্রথম ও দ্বিতীয় পংক্তি ষষ্ঠ-সপ্তম ও দ্বাদশ-ত্রয়োদশ পংক্তিরূপে ফিরে আসে। মিলবিন্যাস রীতি হল- কখখকখ, কখক, খখককখ ।)

https://amzn.in/d/aAJpSXU

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url