কবি অরিন্দম চট্টোপাধ্যায়-এর একগুচ্ছ কবিতা
বোধিবৃক্ষ
অরিন্দম চট্টোপাধ্যায়
বোধিবৃক্ষের মতো নীরবতা। বা শ্মশানের রাতের মতো গভীরতা।চোখের পাতা স্থির।মন যেন ভাঙা উপত্যকা। বুকে নিঃশব্দ নদী ঢেউ।
মনে হয় শরীর জুড়ে ঊর্ধলোকে উঠে যাওয়া আগুন শিখা। সর্বভুক হয়ে অঙ্গার । বিন্দু বিন্দু ছাই হয়ে উড়ে যাওয়া...
তবুও জীবন নিয়ে এই ভূমিতলে। কত স্বপ্ন কত আবেগ।মাছ ধরা জালের মতন বুনে চলা।একটা অধ্যায় যায় আর একটা অধ্যায় আসে।
প্রতিটা পদক্ষেপ রাষ্ট্রের নির্ধারিত নিয়মে । প্রত্যাশায় সুষ্ঠু নাগরিক জীবন। তবুও মেঘ ভেঙে বৃষ্টি নামে অবিশ্রাম। ঘর ভিজে দিশাহীন ভবিষ্যত। ধূসর দৃষ্টি সমুদ্র ঢেউয়ের মতো দিগন্ত পেরিয়ে কোথায় যে চলে যায়...
অন্যমুক্তি
অরিন্দম চট্টোপাধ্যায়
পাহাড়তলি থেকে গড়িয়ে আসে বিহান বেলা।
ক্রমে ক্রমে বেলা নিভে আসে। ধূসর পাতার মতন মেঘ উড়ে যায়।
এখনও চোখ বুজলেই সেই অচেনা বিপ্ বিপ্ শব্দ । একটা রঙিন রেখা সাংকেতিক চিহ্ন নিয়ে এঁকে বেঁকে যায়...
চুপ করে দেখি।কীসের ইঙ্গিত, জীবন না মৃত্যুর, ভাবতে ভাবতে আকাশ জুড়ে কালো আঁধার নামে....
অবশেষে, শীতল হাওয়ার ভেতর অনন্ত স্রোত, অভিকর্ষ হীন, একটা দূরন্ত ঘূর্ণিপাক খেতে খেতে
সুন্দর ফুলের বাগানে।অপরূপ ফুল সব। জীবনে চোখে পড়ে নি। তার ছড়ানো সুগন্ধের ভেতর দিয়ে যেতে যেতে যেন এক অন্যমুক্তি...
অরণ্যকথা
অরিন্দম চট্টোপাধ্যায়
সুন্দর মুহূর্ত গুলো কেমন ফ্রেম বন্দী।শ্বেত পলাশের মতো।উড়ে বেড়ায় মহুল গন্ধ। যেন কোন অরণ্যকথা।আর অরণ্যকথা বাঁক নেওয়া পথের মতো ঘুরতে ঘুরতে একটা শূন্যকোণ।
পথের বাঁকে বাঁকে বসন্ত আগুন। এখানে কোন উত্তাপের আঁচ নেই। যতদূর চোখ যায় ততদূর দাউ দাউ বসন্ত আগুন।দৃশ্যগত আগুন শিখা যেন ছড়ানো উপত্যাকা। যেন মায়াবিভ্রম।
নি:শব্দে আকাশ ভাঙে। বৃষ্টিহীন মেঘ পাখির মতন। ডানা ঝাপটায়। উড়ে যায়।
ক্যানভাসে আঁকা কোন ওয়াটার পেনটিং।
তবুও স্তব্ধ ভূমির ওপর একের পর এক ঝরে পড়া ফুলের মতন মৃত্যু দৃশ্য।সব চিহ্নহীন অবয়ব। স্পর্শহীন অনুভূতি। ধূম আঁধার। হৃদয় উথাল পাতাল।কোন এক ক্ষরস্রোতা নদীর মতন...
অরিন্দম চট্টোপাধ্যায়
পরিচিতি: অরিন্দম চট্টোপাধ্যায়, জন্ম কলকাতায়, আদি বাড়ি বীরভমের সিউড়িতে। ওখানে পড়াশোনা, ও বেড়ে ওঠা, পরবর্তীতে রাজ্য সরকারি চাকরি ও পেশা গত কারণে বিভিন্ন জায়গায় থাকা। বর্তমানে কলকাতা বেহালা নিবাসী। প্রাণী বিদ্যায় সাম্মানিক, ( বি এস সি) ও আইনের স্নাতক।
কবিতা নির্মাণে আত্মপ্রকাশ নব্বই এর দশকে।
তাঁর প্রকাশিত গ্রন্থ- ১৪ টি, উড়ে যায় নীল অক্ষর, অনুভব ও বাল্যপ্রেম, চূর্ণী নদীতে মধ্যরাত, বৃষ্টিকণা ও শ্রাবণ সুখ, জলজ এসরাজ, ঈশ্বরকণা ও পৃথিবী, অন্তঃবৃত্ত ও অক্ষরস্রোত, অলীক স্বপ্ন ও সিল্যুয়েট,বিবর্ণ রোদ্দুর, অবেলার অস্তরাগে, উজানস্রোত, হৃদয়ে অরণ্য এক, শব্দগুলো ভাঙছে।
অপ্রকাশিত লেখার সংখ্যা - আরও ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়, চারফর্মার তিনটি ও দু ফর্মার একটি যৌথ কাব্যগ্রন্থ।
"এখন ময়ূরাক্ষী " বলে কবিতা পত্রিকা সম্পাদনার ও দায়িত্বে আছেন, অন্যকবিতা অনলাইন পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত আছেন ও, বঙ্গ ভাষা ও সংস্কৃতি পত্রিকার সাথে যুক্ত, এছাড়াও 'আজকের এষা পত্রিকার সাথে ও যুক্ত।
পুরস্কার- কংসাবতী অববাহিকা সাহিত্যপত্র পাক্ষিক সম্মাননা,ধ্রুপদী সাহিত্য সংস্কৃতি সম্মাননা, বেলাশেষে সাহিত্য পত্রিকা সম্মাননা,
বর্ণপরিচয় অভিজ্ঞান ২০২১, উজান পরিবার সাহিত্য সম্মাননা, শিঞ্জন সম্মাননা, মহুলবন কবিরত্ন সম্মাননা, সাহিত্যিক প্রকাশ পত্রিকা সম্মাননা, ত্রিপুরা বাংলা সাহিত্য পরিষদ কতৃক প্রদত্ত সাহিত্যরত্ন সম্মাননা ও বিবিধ সম্মাননা
পরিচিতি: অরিন্দম চট্টোপাধ্যায়, জন্ম কলকাতায়, আদি বাড়ি বীরভমের সিউড়িতে। ওখানে পড়াশোনা, ও বেড়ে ওঠা, পরবর্তীতে রাজ্য সরকারি চাকরি ও পেশা গত কারণে বিভিন্ন জায়গায় থাকা। বর্তমানে কলকাতা বেহালা নিবাসী। প্রাণী বিদ্যায় সাম্মানিক, ( বি এস সি) ও আইনের স্নাতক।
কবিতা নির্মাণে আত্মপ্রকাশ নব্বই এর দশকে।
তাঁর প্রকাশিত গ্রন্থ- ১৪ টি, উড়ে যায় নীল অক্ষর, অনুভব ও বাল্যপ্রেম, চূর্ণী নদীতে মধ্যরাত, বৃষ্টিকণা ও শ্রাবণ সুখ, জলজ এসরাজ, ঈশ্বরকণা ও পৃথিবী, অন্তঃবৃত্ত ও অক্ষরস্রোত, অলীক স্বপ্ন ও সিল্যুয়েট,বিবর্ণ রোদ্দুর, অবেলার অস্তরাগে, উজানস্রোত, হৃদয়ে অরণ্য এক, শব্দগুলো ভাঙছে।
অপ্রকাশিত লেখার সংখ্যা - আরও ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়, চারফর্মার তিনটি ও দু ফর্মার একটি যৌথ কাব্যগ্রন্থ।
"এখন ময়ূরাক্ষী " বলে কবিতা পত্রিকা সম্পাদনার ও দায়িত্বে আছেন, অন্যকবিতা অনলাইন পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত আছেন ও, বঙ্গ ভাষা ও সংস্কৃতি পত্রিকার সাথে যুক্ত, এছাড়াও 'আজকের এষা পত্রিকার সাথে ও যুক্ত।
পুরস্কার- কংসাবতী অববাহিকা সাহিত্যপত্র পাক্ষিক সম্মাননা,ধ্রুপদী সাহিত্য সংস্কৃতি সম্মাননা, বেলাশেষে সাহিত্য পত্রিকা সম্মাননা,
বর্ণপরিচয় অভিজ্ঞান ২০২১, উজান পরিবার সাহিত্য সম্মাননা, শিঞ্জন সম্মাননা, মহুলবন কবিরত্ন সম্মাননা, সাহিত্যিক প্রকাশ পত্রিকা সম্মাননা, ত্রিপুরা বাংলা সাহিত্য পরিষদ কতৃক প্রদত্ত সাহিত্যরত্ন সম্মাননা ও বিবিধ সম্মাননা
No comments