কবিতা - ভালোবাসার ভাষা, কবি - আব্দুস সালাম

 


ভালোবাসার ভাষা
আব্দুস সালাম

অক্ষর আর শব্দের মিছিল
ছিন্ন হয় ভ্রান্ত আহ্লাদের মানচিত্র
হারানো শৈশবের মতো ঝাপসা হয় উঠোন দুনিয়া জুড়ে 
পালিত হয় মাতৃভাষার অগ্ন্যুৎসব


ঘুন ধরেছে সংস্কৃতির কাঠে
সার্বভৌম আস্তানা হাবুডুবু খাচ্ছে সংজ্ঞাহীন দুর্বিপাকে
  আভিজাত্যের শংকরী মনন গড়ে নতুন প্রজাতি
ভুলে যেতে চায় বিষন্ন  আত্মার মোহময় উল্লাস

ভালোবাসার ভাষায় ঝরনা হয়ে নামে দুঃখ
পিপাসার ভাষা জানে না সাঁতার
হয়তো একদিন ডুবে যাবে জ্বলন্ত বিষাদে মাতৃভাষার আহ্লাদ
 ডুবে যাবে বিশ্বায়নের নগ্ন অন্ধকারে 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url