Header Ads

ডার্ক চকোলেট - রেজাউদ্দিন স্টালিন

 



ডার্ক চকোলেট 

রেজাউদ্দিন স্টালিন 


ন্যুয়র্কের নাম করা স্কুলের এক

 কিশোরীর হঠাৎ বমি শুরু হলো 

কিছুক্ষণ পর তার পাশে বসা ছাত্রটির তারপর ক্রমাগত ছড়িয়ে পড়লো বমন চিৎকার 

এক স্কুল থেকে আরেক স্কুলে প্রতিধ্বনি 

 দুর্গন্ধে পাকিয়ে উঠলো সবার অন্ত্রদেশ- দুদিনের মধ্যে

ওয়াশিংটন আর সব অঙ্গরাজ্যে

ছড়িয়ে পড়লো সংক্রমিত পেটের হাঁক- ডাক

 আর তা থেমে থাকলো না

 লন্ডন-প্যারিস-পিটাসবুর্গ -জোহান্সবার্গ - দিল্লি- ঢাকা-নামকরা শহর ও শহরতলির শিক্ষার্থীরা ভারসাম্য ভেঙে উগরে দিলো চকোলেটের চরিত পুরাণ


কোনো কারণ খুঁজে পাচ্ছিলো না 

চিকিৎসকরা

সাংবাদিকরা দিশেহারা 

কামড়ে খাচ্ছে কম্পিউটারের মাউস

প্রথম কার বমি হয়েছিলো সাংবাদিকরা গেলো পেটের পাতাল রাজ্যে


তুমি হঠাৎ বমি করলে কেনো

মাথা ব্যথা নাকি পেটে

মেয়েটি  বললো না আমি ফেসবুকে পড়লাম কঙ্গোর কোকো সংগ্রহকারী মেয়েদের

কসাইখানার মেশিনে থেতলে  যাওয়া দেহের রক্ত মিশে যায় 

 চকোলেটে

আমি টিফিনে খেয়েছিলাম 

মৌমাছি সমেত মৌচাক

আর পড়ার পর আমার শরীর গুলিয়ে উঠলো বমি করতে শুরু করলাম

কোমলপ্রাণদের বাঁচানোর অসীম করুণায় -আমার পাশের ক্লাসমেটকে  বললাম বন্য শুয়োরের দাঁত বমির কারণ 

 আমি খাওয়ার সময় তাকেও দিয়েছিলাম 

সে শুনে বিবমিষায় নীল ইস্পাত   বমন শুরু হলো তারও

 

এরপর দুদিন আগে কিংবা একসপ্তাহ বা একমাস আগে যারা খেয়েছে তারাও বমি করতে শুরু করলো

এমন কি যারা কোনোদিন খায়নি

তাদের ধমনিতে সংক্রমিত হচ্ছে 

লাভার আক্রোশ


সারা পৃথিবীর  চকোলেট

ভক্তরা বোবা হয়ে গেলো

কোম্পানিগুলো বন্ধের উপক্রম 

যে সব এনজিও গড়ে উঠেছিলো

কোকো কণ্যাদের সান্তনা দিতে তারাও উগরে দিলো পাচকরসে 

 আর্দ্র দিনরাত্রি 


পরাশক্তিদের পোষা মিডিয়া না বলে পারছে না

এ এক আশ্চর্য  আস্তাবল


অপ্রতিরোধ্য বমন

কোনো ওষুধে নিরাময় নেই

শুধু ক্লান্তিতে নুয়ে আসে দৃষ্টির দিগন্ত


যারা এখনো বমি করেনি 

 কোম্পানির দালালরা 

সেই সব কিশোরীদের খুঁজতে

নামলো-আইভরিকোস্ট-ঘানা-

ইকুয়েডর---নাইজেরিয়ার অশ্রুগ্রন্থিতে


বাতাস যেভাবে দরকষাকষি করে

নদীর সাথে-দালালরা সেভাবে নিলামে তুললো নতুনদের

বছর না ঘুরতেই এক তরুণীর বমি হলো

আরো এক কিশোরীর-তারপর কোম্পানির সব মেয়েদের পরীক্ষা করলো  এনজিওর ডাক্তার মশায়

কি ভয়ঙ্কর এ-তো সংক্রামক নয়

প্রত্যেকে গর্ভবতী 

পাঠানো হলো সেবাশ্রমে 

ন'মাস আগেই তারা প্রসব করলো অবিকল চকোলেট সদৃশ কালো রক্তাক্ত সন্তান-কোম্পানির কর্তারা আদর করে নাম রাখলো-

 ডার্ক চকোলেট

No comments

Powered by Blogger.