কবিতা - আসল শিক্ষক, কলমে - মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)

 


 আসল শিক্ষক

মোঃ ইজাজ আহামেদ


মনের ক্যানভাসে কল্পনা স্বপ্ন আঁকছে;

হৃদয়ের ক্যানভাসে জীবন আঁকছে ঠোকা-

নৈরাশ্য, ব্যর্থতা, দুঃখ-দুর্দশা;

উপলব্ধি  মনের ব্ল্যাকবোর্ডে শেখাচ্ছে প্রকৃত শিক্ষক কে।

অভিজ্ঞতারা মনের আঙিনায় আল্পনা আঁকছে,

চলছে যেন প্রতিযোগিতা,

বিশ্লেষণ বিচারক হয়ে  নির্ণয় করছে জীবন না প্রতিষ্ঠানের শিক্ষা, জীবন সিদ্ধান্ত নিল সে।


জীবনই হলো আসল শিক্ষক,

পিতা - মাতার মতো হাঁটতে শেখায়,

শিশুর মতো হোচট খেয়ে খেয়ে মানুষ হাঁটতে শিখে,

জীবন-পর্বতের শিখরে চড়তে গিয়ে আসে প্রতিবন্ধক,

পড়ে যাওয়ার ভয় চোখ রাঙানি দেখায়;

সৌন্দর্য, অদম্য ইচ্ছা হাতছানি দিয়ে ডাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url