কবিতা - আগামীর কারিগর, কবি - সুমিতা চৌধুরী




আগামীর কারিগর 

 সুমিতা চৌধুরী

লিলুয়া, হাওড়া


ওরা নিয়েছে শপথ

সমাজের নব নির্মাণের,

হাঁটছে পথ  অক্লান্ত 

ভাঙছে প্রাচীর সকল জীর্ণের।


ঘুণে ধরা মেরুদন্ডটা

ওরা সারিয়েছে নিপুণ দক্ষতায়, 

ওরা নব প্রজন্মের কারিগর,

 জিনছে জগৎ আপন শিক্ষায়।


ওরা জুড়ছে নগর, জুড়ছে গ্রাম,

 দেশ ছাড়িয়ে বিশ্বটাকে,

এগিয়ে চলেছে সত্যের পথে,

  সাথে নিয়ে মানবিকতাকে।


ওরা মন-মননে বেঁধেছে বাসা,

 দৃপ্ত পদে, আগুন স্বরে।

জুগিয়েছে কণ্ঠে প্রতিবাদের ভাষা,

আপোষহীন লড়াইয়ের পথটি ধরে।


ওরা বইছে নিশান চওড়া কাঁধে,

একতায় সব পথকে বেঁধে।

সাম্যের গানে দিচ্ছে ডাক,

জয়ের লক্ষ্য অবিচল রেখে।।

No comments

Powered by Blogger.