কবিতা - অরণ্য আকাশ, কবি - অরিন্দম চট্টোপাধ্যায়
অরণ্য আকাশ
অরিন্দম চট্টোপাধ্যায়
দৃশ্যের ভেতর এখনও আসে
একটা সাদামাটা সকাল, রান্নাঘর ও তুমি
সামনে গনগনে কয়লার আগুনের
উত্তাপ ছড়ানো সকাল
নি:শব্দে উনুনের শিখার ওপর চোখ
গনগনে আগুনের ওপর হাড়ি বা কড়াই
বেলায় স্কুল, অফিস ও কলেজ
অসীম ধৈর্যের মধ্যে তুমি
ও ব্যবস্থায় পরিপাটি ব্যঞ্জন
এভাবেই জীবনভর ক্লান্তিহীন ভাবে
ভেঙে যাওয়া একটা জীবন
অত:পর
কেমন ভাবে উল্কার মতো
মহাশূন্যে মিশে গেলে
আকাশে চোখ রেখে খুঁজি
কিন্তু শুধু দেখি অরণ্য আকাশ
আর কিছু না আর কিছু না...
@ অরিন্দম চট্টোপাধ্যায়
No comments