কবিতা - সরব, কবি - বাবুর আলি

 


সরব
বাবুর আলি

আজ আর প্রেমের কবিতা নয়
ঘাতক ধর্ষকের বিচার চাই,
জনতা জনার্দন,  পিতা-মাতা আত্মীয়-স্বজন।
কান্নায় ভেঙে পড়ে ,বেদনায় বুক ভেঙ্গে যায়,
শাসক ছল করে সত্য লুকাতে চায়।
অনেক অনেক হয়েছে আর নয়!
মেধাবী তরুনী, চিকিৎসা ব্রতীনি
ক্ষতবিক্ষত অকালে মৃত্যু পথযাত্রী
লালসার বলি কুসুম কলি
পৈশাচিক লালসার যূপকাষ্টে বলী।
প্রশ্রয়ীত, উৎসাহিত দল পাগলু যতো
অনাচারে রত।
যুগের অবশিষ্ট মানব সম্পদ
নেমে এসো জনক জননীর  পাশে
ভাবো এ ধর্ষিতা তব আপন সন্তান,
এ নিঠুরতা বাংলা মায়ের অপমান।
এখন এই বন্ধ হোক কুৎসিত প্রবণতা
শাসক নির্বাক যদি রয়, সহিব না তা।
রক্তের বিনিময়ে লেখা হোক নবজাগরণের কবিতা।

No comments

Powered by Blogger.