কবিতা - কে জানতো, কবি - মাহফুজা রহমান (বাংলাদেশ)

 


কে জানতো

মাহফুজা রহমান

ঢাকা, বাংলাদেশ


একটি চাওয়া 

দমকা হাওয়া,

ভীষণ খাওয়া  

নতুন পাওয়া! 

কে জানতো সময় সকাল! 

নরকি পাষাণ 

বলেরে বাঁচান,

রাষ্ট্রীয় প্রধান

বাহাদরী খান!

ক্ষমতা রয়না চিরকাল!


ইতিহাস আছে

বলে যিনি মিছে,

শিখার রয়েছে

এদিনের কাছে!

মনে রেখো এটা ইতিহাস!

গতকাল ইহা

ভুলিবেই যাহা,

স্মৃতিটিও বাহা

আগুনেই লোহা!

করোনাতো কিছু পরিহাস!


কখন কি হয়

বলার কি রয়,

ভাবিবার নয়

বলে তা সময়!

যা কিছু হয় সবই ভালো!

অহঙ্কার যার

পতনই তার,

ক্ষমতার ভার

হয়ে যায় ক্ষার!

তার তরে বয়ে এনে কালো!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url