কবিতা - ভোট আসছে ভোট মুহাম্মদ সেলিম রেজা

 



ভোট আসছে ভোট

মুহাম্মদ সেলিম রেজা


মনিপুর জ্বলছে

হরিয়ানায় চলছে

অবাধ সংখ্যালঘু নিধন 

এসব কিসের নমুনা?


পাঁচ বছরের অর্জিত সম্পদ

আম্বানি আদানির ভাড়ার পূর্ণ করেছে

বিদেশ ঘুরে না হয় খরচ হয়েছে 

আরও কিছু 

তা হোক 

জ্বলুক দেশ মরুক সংখ্যালঘু

হোক না আর একটা পুলওয়ামা

রাজপাট ক্ষমতার তুলনায়

কি এমন মূল্য তার?


চারদিকে হা অন্ন হা অন্ন‌‌ চিৎকার

শিক্ষার নামে চলছে আঁতলেমি

স্বাস্থ্য বিশ বাঁও জলে

জিডিপি তলানিতে

কি আসে যায় তাতে?

চাগিয়ে দাও ধর্মের সুড়সুড়ি 

জ্ঞানবাপি নিয়ে হোক নাড়াচাড়া

ছেঁড়ো মুসলমানের পেটের নাড়ি।


কে আছো জওয়ান

ধরো হাল

ভেঙে ফেলো রাজদণ্ডী

চিৎকার করে বলো

মন্দির নয় মসজিদ নয়

নয় মনিপুর নয় হরিয়ানা

অন্ন‌ চাই বস্ত্র‌ চাই

চাই কর্মখালি

চোপ বেয়াদব

ভোট আসছে ভো-ও-ট।


পরিচিতি:

কবি ও লেখক মুহাম্মদ সেলিম রেজা জন্মগ্রহণ করেন ইংরেজি ২০ জানুয়ারী 1968 খ্রিস্টাব্দে বীরভূম জেলার আধুনা পাইকর থানার অন্তর্গত নয়াগ্রাম গ্রামে। পিতা- মোত্তাকিন সেখ, মাতা- বেগম নুরেজবানু। হিসাবশাস্ত্রে অনার্স সহ স্নাতক। বর্তমানে একটি সমবায় সংস্থায় ম্যানেজার পদে কর্মরত। প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'অবিবেকী সময় ও জীবনের কড়চা', কলকাতার অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে থ্রিলার 'অন্ধকারের অহংকার' ও গল্প সংকলন 'নষ্ট মেয়ের উপাখ্যান'। 'মুহাম্মদ সেলিম রেজার নির্বাচিত গল্প' নামে একটি ই-বুক সংস্করণও প্রকাশিত হয়েছে।



No comments

Powered by Blogger.