Header Ads

নিয়তি (সাকি সুফি সঙ্গীত ), কলমে - এম এ জামান আহাছানুজ্জামান (সুফী সাকি জাহাঙ্গীর), বাংলাদেশ

 


নিয়তি (সাকি সুফি সঙ্গীত )

এম এ জামান আহাছানুজ্জামান (সুফী সাকি জাহাঙ্গীর) 

বাংলাদেশ 


টুট্ ছে বাঁধন - ছুট্ ছে বন্ধন

নিয়তির নিয়ম, থাকবে ক্রন্দন। 

বেলা শেষের গান, থাকে নাতো প্রাণ

জট পাঁকানো সুরে, বেসুরো তান।

সমাপ্ত হয় না, জীবন কাহীনি

অসমাপ্ত রইলো, সাকি 'র লেখনী।

প্রেমাস্পদের সৃষ্টি, প্রেমিক 'সাকি' 

প্রেমধর্মেই - রয়ে গেলো ফাঁকি।

নেমেছে ধ্বস, স্মৃতি মনিকোঠায় 

জরা ক্লান্তির ঢল, দেহের ধরায়। 

গুলিয়ে যাচ্ছে, সব মোহমায়া 

উদাস নেত্রে, ছায়া আর কায়া।

'অঘোর তন্ত্রে', কাটেনি তো ঘোর

কাটেনি রজনী, হয়না তো ভোর।

আশার আলোয়, আছে ভরসা

সুবাস হাওয়া, মিলবে সহসা।

No comments

Powered by Blogger.