কবিতা - সেদিন, কবি - ইলোরা সোমা (বাংলাদেশ)

 



  সেদিন 

 ইলোরা সোমা 


তুমি স্বপ্নে ধরা দিতেই

ইচ্ছেরা ভীষণ রঙিন, 

সেদিন যেন গল্পের মতো

আমি নিমিষেই সংঙ্গাহীন।


তুমি আড়চোখে চাইতেই 

আমি লজ্জায় রাঙ্গায়িত,

সেদিন অজান্তেই করেছিলাম

অচেনা ভালোবাসাকে বরণ।


সেদিন ছিলো বৈশাখ সাঝ

পরনে ছিল সাদামাঠা বেশ,

তোমার স্নিগ্ধ ঠোঁটের হাসিতেই 

আমার প্রথম সবদাহ 


সেদিন ছিল তোমার প্রতিক্ষায় 

তুমি দেওনি ধরা,

তোমার ভাবনার এককোণ আমি

গড়ে তুলেছি দুনিয়া।


পরিচিতি:

কবি ইলোরা সম্ভ্রান্ত পরিবারে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সাত্তার মোল্লা এবং মাতা আয়েশা খাতুন। তিনি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ থেকে অর্থনীতি বিষয়ের উপর স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। লেখালেখির ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তাঁর স্বামী মোঃ রফিকুল ইসলাম। 

বিভিন্ন পত্রিকায় লেখা লেখির মাধ্যমে ইলোরার এই পথে যাত্রা শুরু হয় এবং "বিকল্প বিবর্ণ " তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থ। তাঁর 

দ্বিতীয় একক ছড়ার বই "স্কুল ছুটি", 

 তৃতীয় কাব্যগ্রন্থ " জীবন যখন জাদুঘর "।

No comments

Powered by Blogger.