কবিতা - আমি না বলেছিলেম, কবি - খগেন্দ্রনাথ অধিকারী
আমি না বলেছিলেম
খগেন্দ্রনাথ অধিকারী
আমি না বলেছিলেম বন্ধু,
সৃষ্টির বিধানে ঠিক
একদিন শেষ হবেই
যুদ্ধ,
প্যালেস্টাইনের বুকে
গাজার প্রান্তরে দেখো
শত ফুল ফুটবে।
জয়ের সে পদধ্বনি
মেকং-তটের মত
ভাসছে জর্ডান-ঢেউয়ে,
আর বেশি দেরি নেই
গোটাল পাততাড়ি বলে
জহ্লাদরা পালাবে।
নই বটে গণৎকার----
সমাজ বিজ্ঞান বুঝি
ইতিহাসের ধারা মানি,
আসছে কফিন গুলো
লাশ যাবে দানোদের।
আবার মেলিয়ে পাখা,
রঙিন প্রজাপতি সব
নাচবে বাগিচা জুড়ে,
শিশুদের মিষ্টি হাসি
তাদের বেণীর দোলায়
নভোতল ভরাবে।
পরিচিতি:
অধ্যাপক খগেন্দ্রনাথ অধিকারী রাষ্ট্রীয় বিদ্যাসরস্বতী পুরস্কার ও এশিয়া প্যাসিফিক পুরস্কার সহ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বহু পুরস্কার প্রাপ্ত একজন খ্যাতনামা শিক্ষাবিদ। ইনি কোলকাতার সাউথ সিটি (দিবা) কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
ঠিকানা-শরনিয়ার বাগান
পোষ্ট-টাকী, পিন৭৪৩৪২৯
পশ্চিমবঙ্গ, ভারত
No comments